03/13/2025 অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে মালয় সরকার
রাজটাইমস ডেস্ক
১৩ নভেম্বর ২০২০ ০০:৪১
মালয়েশিয়ায় পাড়ি জমানো অবৈধ অভিবাসীদের শর্ত সাপেক্ষে বৈধতা দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
বৃহস্পতিবার ১২ নভেম্বর দেশটির মন্ত্রণালয়ে এক বিশেষ বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ বিন জায়নুদ্দিন।
এ সময় মন্ত্রনালয়ের বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন দেশটির মানব সম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান।
শর্ত সাপেক্ষে এই বৈধতা দানের প্রক্রিয়া আগামী ১৬ নভেম্বর থেকে শুরু করে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত চলবে। তবে এ প্রক্রিয়া ইমিগ্রেশন বিভাগ, মালয়েশিয়ার শ্রম বিভাগ এবং অন্যান্য সরকারি সংস্থা বাস্তবায়ন করবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রসঙ্গত, এর আগে তৎকালীন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মহ. শহীদুল ইসলাম বাদ পরা এবং প্রতারিত অবৈধ কর্মীদের বৈধতা প্রদানের প্রস্তাব দেন মালয়েশিয়া সরকারের কাছে। এ নিয়ে তিনি দেশটির বিভিন্ন মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন এবং কুয়ালালামপুর ত্যাগের পূর্বেও মালয়েশিয়া সরকারের সঙ্গে বৈঠক করেন। সে সময় তিনি জানিয়েছিলেন যে মালয়েশিয়া সরকার অবৈধ অভিবাসীদের বৈধতা দেবে।