18710

04/20/2025 এবার বৃষ্টির আভাস, বাড়তে পারে শীতের তীব্রতা

এবার বৃষ্টির আভাস, বাড়তে পারে শীতের তীব্রতা

রাজ টাইমস ডেস্ক :

১২ জানুয়ারী ২০২৪ ১৩:৩৩

সারা দেশে চলমান কনকনে শীতের দাপট থাকবে আরও কয়েকদিন। সঙ্গে থাকবে ঘনকুয়াশা। তবে উত্তরবঙ্গে এমন ঠান্ডা থাকতে পারে মাসজুড়ে। আবহাওয়া অফিস বলছে, সপ্তাহের শেষ দিকে সারা দেশে হতে পারে বৃষ্টি।

শুক্রবার আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৩ থেকে ৪ দিন কনকনে শীত অনুভূত হতে পারে। এই সময়ে দিন ও রাতের তাপমাত্রা কমতে থাকতে পারে। ঘনকুয়াশার কারণে বিমান, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের ফলে এই সময়ের শেষ দিকে সারা দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

গতকাল বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার সকাল থেকে রাজধানীতেও কনকনে শীত অনুভূত হচ্ছে। সঙ্গে রয়েছে ঘনকুয়াশা। গুগুল ওয়েদার জানাচ্ছে, ভোড় সাড়ে ৬টার দিকে রাজধানীতে তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]