1872

03/14/2025 করোনাক্রান্ত ইউক্রেন প্রেসিডেন্টকে হাসপাতালে ভর্তি

করোনাক্রান্ত ইউক্রেন প্রেসিডেন্টকে হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

১৩ নভেম্বর ২০২০ ০২:৪৪

বিশ্ব মহামারী প্রাণঘাতী করোনাভাইরাস প্রাদুর্ভাবে আক্রান্ত ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে তিনি বাসাতেই অবস্থান করছেন বলেই জানিয়েছেন প্রেসিডেন্টের মুখপাত্র।

চলতি সপ্তাহের শুরুর দিকে তার শরীরে ভাইরাসটির প্রাদুর্ভাব দেখা দেয় বলে জানা যায় প্রেসিডেন্টের কার্যালয় সূত্রে।

প্রেসিডেন্ট জেলেনস্কির অবস্থা তেমন গুরুতর নয় জানিয়ে কার্যালয়ের মুখপাত্র বলেন, তিনি প্রথমে বাড়িতেই ছিলেন। সঠিকভাবে আইসোলেশনে থাকতে এবং কেউ যেন তার কাছ থেকে আক্রান্ত না হন তা নিশ্চিত করতে পরে তিনি হাসপাতালে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। সেখানে রোগীদের জন্য ভালো ব্যবস্থা আছে।

এর আগে গত ০৯ নভেম্বর অর্থমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও এক শীর্ষ সহযোগীসহ করোনায় আক্রান্ত হন ইউক্রেন প্রেসিডেন্ট।

এদিকে, দেশটিতে ব্যাপক আকার ধারন করেছে ভাইরাসটির প্রাদুর্ভাব। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে ইউক্রেনে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করে। অক্টোবর ও নভেম্বর জুড়ে তা অব্যাহত রয়েছে। ডিসেম্বর পর্যন্ত সরকার বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে সংক্রমণের বিস্তার ঠেকাতে।

দেশটিতে ইতিমধ্যে পরিস্থিতি মোকাবেলায় লকডাউন জারির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে গেছে এবং মৃত্যু হয়েছে ৯ হাজার ১৪৫ জনের

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]