18725

03/15/2025 কাজী ফিরোজ রশীদ ও সুনীল শুভ রায়কে জাপা থেকে অব্যাহতি

কাজী ফিরোজ রশীদ ও সুনীল শুভ রায়কে জাপা থেকে অব্যাহতি

রাজটাইমস ডেস্ক:

১২ জানুয়ারী ২০২৪ ১৯:৪৮

কাজী ফিরোজ রশীদ ও সুনীল শুভ রায়কে জাপা থেকে অব্যাহতি কাজী ফিরোজ রশীদ ও সুনীল শুভ রায় জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যানের পদসহ দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কাজী ফিরোজ রশীদকে। এছাড়াও সুনীল শুভ রায়কে জাপার প্রেসিডিয়াম সদস্য পদসহ দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় পার্টি। জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে কাজী ফিরোজ রশীদ ও সুনীল শুভ রায়কে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও প্রেসিডিয়াম সদস্য পদসহ দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি প্রদান করেছেন। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]