1879

03/16/2025 রাজধানীতে নির্বাচনী সহিংসতায় ৯ মামলা

রাজধানীতে নির্বাচনী সহিংসতায় ৯ মামলা

রাজটাইমস ডেস্ক

১৩ নভেম্বর ২০২০ ২০:৪০

রাজধানীতে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

নির্বাচনের দিন বাস পোড়ানো ও পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগ এনে বিএনপি নেতাকর্মীদের আসামি করে ৯টি মামলা দায়ের করা হয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার ওয়ালিদ হোসেন।

তিনি জানান গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) ও আজ শুক্রবার (১৩ নভেম্বর) মামলাসমূহ দায়ের করা হয়।

দায়েরকৃত ৯টি মামলার মধ্যে মতিঝিল থানায় দুটি, শাহবাগ থানায় দুটি, পল্টন থানায় দুটি এবং কলাবাগান, ভাটারা ও বংশাল থানায় একটি।

মোট ৪৪৬ জন বিএনপি নেতাকর্মীকে অভিযুক্ত করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাগুলো করা হয়েছে।

এদিকে, সহিংসতার ঘটনায় ইতিমধ্যে আটক করা হয়েছে ২০ জনকে। আসামিদের বেশিরভাগই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী। এসব মামলায় অজ্ঞাতনামা আসামিও রয়েছেন।

মামলায় আসামি করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপির পরাজিত মেয়রপ্রার্থী ইশরাক হোসেনকেও।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার উপনির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন এলাকায় ৯টি বাস পুড়িয়ে দেয়া হয়। আগুনে পুড়ে যাওয়া বাসের মধ্যে ৩টি সরকারি। 

নির্বাচনে সহিংসতার ঘটনায় আওয়ামী লীগ এবং বিএনপি পাল্টাপাল্টি দায়ী করছেন।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]