18793

05/12/2024 এক বছরে সড়কে ঝরেছে ৫০২৪ প্রাণ

এক বছরে সড়কে ঝরেছে ৫০২৪ প্রাণ

রাজটাইমস ডেস্ক:

১৬ জানুয়ারী ২০২৪ ১৪:০০

সদ্য বিদায়ী ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ২৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ)। সংস্থাটির চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার জানিয়েছেন, ২০২৩ সালে ৫ হাজার ৪৯৫টি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এতে ৫ হাজার ২৪ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জানুয়া‌রি) রাজধানী বনানীর বিআরটিএ ভবে‌নে সড়ক দুর্ঘটনার তথ্য প্রকাশ সংক্রান্ত এক সংবাদ স‌ম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

বিআরটিএর তথ্যমতে— পুরো বছরের মধ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ডিসেম্বর মাসে। এই মাসে ৪৮৩ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে ৪৩৩ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

অবশ্য এর আগে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি জানিয়েছে, বিদায়ী বছর, অর্থাৎ ২০২৩ সালে দেশের সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনায় ৮ হাজার ৫০৫ জন মারা গেছেন। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৭ হাজার ৯০২ জন।

গত রোববার (১৪ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত ওই সংবাদ সম্মেলনে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী ২০২৩ সালের সড়ক দুর্ঘটনা পর্যবেক্ষণ প্রতিবেদন তুলে ধরেন।

সংগঠনটি সংবাদমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করেছে। এতে বলা হয়, ২০২৩ সালে ৬ হাজার ২৬১ সড়ক দুর্ঘটনায় আহত হন ১০ হাজার ৩৭২ জন। এ সময় রেলপথে ৫২০ দুর্ঘটনায় ৫১২ জন নিহত ও ৪৭৫ জন আহত হয়েছেন। নৌপথে ১৪৮ দুর্ঘটনায় ৯১ জন নিহত হয়েছেন।

সড়কে গত বছর ২ হাজার ৩১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ২ হাজার ১৫২ জন নিহত ও ১ হাজার ৩৩৯ আহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার ৩২ শতাংশের বেশি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]