04/20/2025 বঙ্গবন্ধু টানেলে ফের দুর্ঘটনা, নৌবাহিনীর সদস্যসহ আহত ৭
রাজ টাইমস ডেস্ক :
১৬ জানুয়ারী ২০২৪ ১৫:০৩
চট্টগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে ফের দুর্ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে টানেলের আনোয়ারা থানার বৈরাগ ইউনিয়ন এলাকায় পতেঙ্গাগামী চায়না রোডের চৌরাস্তার মাথায় একটি মাইক্রোবাস ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে নৌবাহিনীর সেন্ট্রি পোস্টে আঘাত করে।
এতে সেন্ট্রি পোস্টে কর্তব্যরত নৌবাহিনীর সদস্য গাজী মাহবুব রহমানসহ সাতজন আহত হয়েছেন।
আহত নৌবাহিনীর সদস্যকে পতেঙ্গায় নৌবাহিনীর হাসপাতাল বিএনএইচে ভর্তি করা হয়েছে। আহত অন্য ছয়জন হলেন- মাইক্রোবাসের চালক রুবেল (৩০), আলী মর্তৃজা (২৭), রাশেদুল করিম (২৮), ফারাহানা আক্তার (২৬), মুন্না (২৫), কাঞ্চি (২২)। আহত এই ছয়জন নগরের লালখানবাজার এলাকার বাসিন্দা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আনোয়ারা থানা পুলিশ জানায়, ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি (চট্টমেট্রে-চ-১১-৫১৬৪) নৌবাহিনীর সেন্ট্রি পোস্টে আঘাত করে। এ সময় সেন্ট্রি বক্সে দায়িত্বে থাকা নৌবাহিনীর এক সদস্যসহ সাতজন আহত হয়েছেন।
নৌবাহিনীর সদস্যকে বিএনএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ছয়জনকে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দুর্ঘটনায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেছে। সেটি জব্দ করা হয়েছে।