04/22/2025 ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়া : ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার পাকিস্তানের
রাজ টাইমস ডেস্ক :
১৭ জানুয়ারী ২০২৪ ২২:৩৮
ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে পাকিস্তান। পাকিস্তানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিবাদে আজ বুধবার এই পদক্ষেপ গ্রহণ করেছে পাকিস্তান। ইরান দাবি করেছে, একটি 'সন্ত্রাসী সংগঠন'কে টার্গেট করে মঙ্গলবার তারা হামলাটি চালিয়েছিল।
পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র মমতাজ জাহরা বেলুচ ইসলামাবাদে আজ বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, 'ইরান থেকে পাকিস্তান তার রাষ্ট্রদূতকে ফেরত আনার সিদ্ধান্ত নিয়েছে এবং বর্তমানে ইরান সফররত পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত সাময়িকভাবে ফিরবেন না।'
অন্যদিকে ইরান দাবি করেছে, তারা কেবল 'ইরানি সন্ত্রাসী গ্রুপকে' টার্গেট করেছে এবং বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতীম পাকিস্তানের কোনো নাগরিক ইরানি ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার শিকার হয়নি।'
এটি একটি বড় ঘটনা বলে মনে হচ্ছে।
ইরান মঙ্গলবার পাকিস্তানের মাটিতে তাদের ভাষায় একটি সন্ত্রাসী সংগঠনের ঘাঁটিতে হামলা চালায়। ইরান দাবি করেছে, জৈশ আল-আদল (ন্যায়বিচারের সেনাবাহিনী) নামের সংগঠনটি পাকিস্তানের ভেতর গ্রিন মাউন্টেইন এলাকা থেকে কাজ করে। ইরান সেখানে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালায়। এতে দুই শিশু নিহত হয় বলে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে।
পাকিস্তান জানিয়েছে, ইরান কোনো ধরনের উস্কানি ছাড়াই হামলাটি চালিয়েছে। এটি জাতিসঙ্ঘ সনদের পরিপন্থী। তাছাড়া ইরান ও পাকিস্তানের মধ্যে সরাসরি যোগাযোগের অনেক চ্যানেল থাকা সত্ত্বেও তারা এর কোনোটিই ব্যবহার করেনি।
পাকিস্তানের পররাষ্ট্র দফতরের মুখপাত্র আরো জানান, পাকিস্তান ও ইরানের মধ্যকার আসন্ন সকল ধরনের উচ্চ পর্যায়ের সফর স্থগিত করা হলো।
পাকিস্তান ইতোমধ্যেই ইরানের কাছে তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়েছে এবং এর পরিণাম ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
এর আগে সোমবার ইরানের ইসলামিক রেভ্যুলশনারি গার্ড কোর (আইআরজিসি) ইরাক ও সিরিয়ার কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এগুলো ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোশাদের গুপ্তচর কেন্দ্র হিসেবে কাজ করছিল বলে ইরান দাবি করেছে।
সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল, ডন এবং অন্যান্য