18818

04/22/2025 চার দিনে দাম বাড়িয়েছেন, চার দিনের মধ্যেই কমাবেন

চার দিনে দাম বাড়িয়েছেন, চার দিনের মধ্যেই কমাবেন

রাজ টাইমস ডেস্ক :

১৭ জানুয়ারী ২০২৪ ২২:৪১

চালকল মালিক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীসহ সংশ্লিষ্টদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেছেন, ‘নির্বাচন নিয়ে যখন সরকার ব্যস্ত ওই সময় চারদিনের মধ্যে দেশের বাজারে চালের দাম ৬ টাকা বাড়িয়েছেন। এখন আগামী চারদিনের মধ্যে এ দাম কমিয়ে আনবেন।’

মন্ত্রী বলেন, ওই সময় আপনারা লাফিয়ে লাফিয়ে দাম বাড়িয়েছেন। এখন সেভাবে-ই কমাবেন। না হলে আইন অনুযায়ী কঠিন ব্যবস্থা নেব। কারণ এ দামবৃদ্ধি পুরোটা অযৌক্তিক। দাম বৃদ্ধির কোনো কারণ নেই এই আমনের ভরা মৌসুমে।

বুধবার খাদ্য অধিদফরের সভাকক্ষে দেশে ধানচালের বাজারমূল্যের উর্ধ্বগতি রোধকল্পে মতবিনিময় সভায় চালকল মালিক, পাইকারি ও খুচরা ব্যবসায়ী ও তাদের প্রতিনিধিসহ খাদ্য বিভাগের জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় খাদ্যমন্ত্রী বলেন, ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির পেছনে ব্যবসায়ীরা যে যুক্তি দিচ্ছেন তা আমরা মানতে পারছি না। হটাৎ করে তারা সরকার গঠনের সময় অস্বাভাবিকভাবে চালের দাম বাড়িয়েছে। তাদের এ অনৈতিক কাজ মেনে নেয়া উচিত নয়।

তিনি বলেন, অসাধু ব্যবসায়ীরা চাল মজুদ করছে। কিছু ব্যবসায়ীদের শুধু মুনাফার প্রবণতা। তাদের যদি বিবেক না থাকে, সততা না থাকে তাহলে বড় সমস্যা। চারদিনে ছয় টাকা দাম বাড়ানো হয়েছে, এটা হয় না। এটা লোভে পরিণত হয়েছে।

এ সময় ব্যবসায়ীদের তিনি চারদিনের মধ্যে দাম কমাতে পারবেন কিনা সেটা প্রশ্ন করেন। ব্যবসায়ীরা খাদ্যমন্ত্রীকে চারদিনের মধ্যে দাম কমানোর প্রতিশ্রুতি দেন। এরপর মন্ত্রী বলেন, এ প্রতিশ্রুতি যেন ঠিক থাকে। এরপর মন্ত্রী বলেন, এখন যারা ধান-চাল বিনা লাইসেন্সে মজুদ করেছেন, আমরা তাদের ধরবো। ইতিমধ্যে সে কার্যক্রম শুরু হয়েছে। মজুদদার আমার বাবা হলেও ছাড় দেয়া হবে না।

সাধন চন্দ্র এ সময় বিভাগ ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের নির্দেশ দিয়ে বলেন, কাল থেকে মাঠে নামুন। ফুডগ্রেড লাইসেন্স ছাড়া যেন কেউ ব্যবসা না করতে পারে। মজুদদারদের মজুদকৃত চাল ধরে সরকারি গোডাইনে নিয়ে আসেন। অবৈধ মজুদ হলে সেই মিল বা গুদাম সিলগালা করে দেন।

মন্ত্রী বলেন, সকলকে নিজেদের বিবেক, কর্তব্যবোধ ও ধর্মীয় অনুভতি কাজে লাগাতে হবে।

তিনি বলেন, এসব কিছুর পরেও চালের দাম না কমলে আমরা চাল আমদানি করবো। প্রয়োজনে সরকারিভাবে আমদানি করবো। শূণ্যশুল্কে চাল আমদানির জন্য আমাদের এনবিআরের সাথে কথা চলছে।

এ সময় খাদ্য সচিব মো: ইসমাইল হোসেন,খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো: শাখাওয়াত হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]