18824

03/16/2025 কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা

কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা

রাজটাইমস ডেস্ক:

১৮ জানুয়ারী ২০২৪ ১২:২২

কুড়িগ্রামের ওপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। মাঘের শুরুতে ঘনকুয়াশার সাথে হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় শ্রমজীবি ও নিম্ন আয়ের মানুষজন পড়েছেন বিপাকে। সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমে জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইদুল আরীফ।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: নবেজ উদ্দিন বলেন, ‘আমরা জেলা প্রশাসক মহোদয়কে বিষয়টি অবগত করছি। জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর ফলে প্রাথমিকের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। পরে ১০ ডিগ্রি তাপমাত্রা হলে অটোমেটিক স্কুল খুলে যাবে।’

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল আরম বলেন, ‘আমরা মৃদু শৈত্যপ্রবাহের বিষয়টি অবগত হওয়ার পর বিদ্যালয়গুলো পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।’

কুড়িগ্রাম সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মো: আব্দুল মান্নান জানান, ‘আমরা নির্দেশনা না পাওয়ায় যথারীতি বিদ্যালয়ের পাঠদান শুরু করেছিলাম। পরে বেলা পৌনে ১১টায় চিঠি পাওয়ার পর বন্ধ ঘোষণা করা হয়।’

কুড়িগ্রামের রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার সরকার জানান, ‘আজ জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় ডিগ্রি সেলসিয়াস। এরকম তাপমাত্রা আরো দুয়েক দিন অব্যাহত থাকতে পারে।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]