18872

03/13/2025 বরিশালকে ১৩৫ রানের লক্ষ্যমাত্রা দিল রংপুর

বরিশালকে ১৩৫ রানের লক্ষ্যমাত্রা দিল রংপুর

রাজটাইমস ডেস্ক:

২০ জানুয়ারী ২০২৪ ১৫:৩১

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালকে ১৩৫ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে সাকিব আল হাসানের রংপুর রাইডার্স। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করা বাংলাদেশ অধিনায়ক সাকিব মাত্র ২ রানে সাজঘরে ফেরত যান।

শনিবার (২০ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৪ রান সংগ্রহ করেছে রংপুর রাইডার্স। বরিশালের ডানহাতি পেসার খালেদ আহমেদ ৩১ রানের বিনিময়ে ৪টি উইকেট শিকার করেন।

প্রথমে বোলিং করতে নেমে দারুণ এক শুরু পায় বরিশাল। ইনিংসের প্রথম বলে ব্রান্ডন কিংকে বোল্ড করেন পাকিস্তানের পেসার মোহাম্মদ ইমরান। পরের ওভারে রংপুরের রনি তালুকদার ও সাকিব আল হাসানকে সাজঘরে ফেরান সৈয়দ খালেদ আহমেদ। একই ওভারের শেষ বলে ২ রান করা বিশ্বসেরা অলরাউন্ডারকে বোল্ড করেন ডানহাতি এই পেসার।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]