04/20/2025 ময়মনসিংহে ট্রাকচাপায় মা-মেয়েসহ নিহত ৩
রাজ টাইমস ডেস্ক :
২২ জানুয়ারী ২০২৪ ১৭:৫১
ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকচাপায় মা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো দু’জন।
সোমবার (২২ জানুয়ারি) দুপুর ২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের চেরুমণ্ডল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার বিনোদবাড়ি মানপুর গ্রামের গ্রামের নজরুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম (৪০), তার মেয়ে আদিবা (৩) এবং গোড়শাইল গ্রামের মিনাল চন্দ্র দাস (৬৫)।
জানা গেছে, দুপুর ২টার দিকে টাঙ্গাইলগামী একটি ট্রাক ভাবকির মোড় চেরুমণ্ডলে নির্মাণাধীন ব্রিজের কাছে কালীবাড়ী থেকে আসা মুক্তাগাছাগামী একটি অটোরিকশাকে চাপা দেয়। এ সময় অটোরিকশাতে থাকা মা ও মেয়েসহ তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অটোরিকশার চালকসহ দু’জন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ জানান, পুলিশ লাশ উদ্ধার এবং দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করে।
ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক রয়েছে বলেও জানান ওসি।