1892

04/16/2025 করোনায় প্রাণ গেল সাবেক সাংসদের

করোনায় প্রাণ গেল সাবেক সাংসদের

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর ২০২০ ২২:২৯

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক সংসদ সদস্য আবু হেনা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ শনিবার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আবু হেনার ভাতিজা অ্যাডভোকেট মাহফুজের বরাত দিয়ে বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এ তথ্য নিশ্চিত করেছেন।

অসুস্থ হলে তিন দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত বৃহস্পতিবার পরীক্ষা করালে তার করোনা পজিটিভ আসে। এ সময় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়।

২০০১ সালে রাজশাহী-৪ বাঘমারা আসনের সংসদ সদস্য ছিলেন তিনি।

কাফি/০২

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]