18938

03/14/2025 স্বতন্ত্র এমপিদের গণভবনে ডাকলেন প্রধানমন্ত্রী

স্বতন্ত্র এমপিদের গণভবনে ডাকলেন প্রধানমন্ত্রী

রাজটাইমস ডেস্ক:

২৪ জানুয়ারী ২০২৪ ১৮:৫৪

দ্বাদশ জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্যদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামী রোববার (২৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় দ্বাদশ জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্যদের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন সরকারপ্রধান।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী দিলেও স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান মনোনয়নবঞ্চিতরা। পরে ভোটের মাঠে নৌকাকে হারিয়ে ৬২ জন স্বতন্ত্র প্রার্থী বিজয়ীও হন।

আলোচনা আছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী জোট হতে পারে স্বতন্ত্র প্রার্থীদের নিয়েই। কারণ দল হিসেবে সর্বোচ্চ আসন পেয়েছে জাতীয় পার্টি। তবে সে সংখ্যাটি মাত্র ১১টি। যদিও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, জাতীয় পার্টিই হচ্ছে দ্বাদশ সংসদের বিরোধী দল।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]