18993

04/20/2025 দিনাজপুরে তাপমাত্রা কমে ৫.৩ ডিগ্রি

দিনাজপুরে তাপমাত্রা কমে ৫.৩ ডিগ্রি

রাজ টাইমস ডেস্ক :

২৮ জানুয়ারী ২০২৪ ১৩:১৭

শনিবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল আট দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আসাদুজ্জামান আসাদ আজ বেলা ১২টায় এ তথ্য দিয়ে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পাঁচ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা রেকর্ড হয়েছে ৯৭ শতাংশ বাতাসের গতিবেগ দুই নটস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুর জেলায় পাঁচ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বলে জানানো হয়েছে ।

এদিকে, রাত হলেই নামতে শুরু করছে তাপমাত্রার পারদ। বৃষ্টির মতো ঝরছে শিশির। ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারপাশ, বেলা গড়িয়ে গেলেও বিরাজ করছে ভোরের আকাশের ছাপ। দুপুরে উত্তাপবিহীন সূর্যের লুকোচুরি খেলা শুরু হয়।

কনকনে ঠাণ্ডা ও হিম বাতাসে বিপর্যস্ত জনজীবন ও পশুপাখিরা। প্রতিকূল এ আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আলু, সরিষা ও বোরো ধানের বীজতলাসহ বিভিন্ন সবজি। এতে বিপাকে পড়েছেন জেলার কৃষকরা।

সূত্র : বাসস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]