19

03/14/2025 লকডাউনে শুটিং বন্ধ, অভিনেত্রীর আত্মহত্যা

লকডাউনে শুটিং বন্ধ, অভিনেত্রীর আত্মহত্যা

রাজ টাইমস ডেস্ক:

২ জুন ২০২০ ০৭:১৯

লকডাউনে হাতে কাজ নেই, শুটিং বন্ধ। চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে স্বপ্ন। বেকারত্ব সহ্য করতে না পেরে আত্মহত্যা করলেন ভারতের হিন্দি ধারাবহিকের চেনা মুখ প্রেক্ষা মেহতা(২৫)।

প্রেক্ষার ঘনিষ্ঠ সূত্র জানায়, কাজ না থাকায় দীর্ঘদিন ধরেই হতাশায় ভুগছিলেন তিনি। মৃত্যুর আগে ইনস্টাগ্রামে, সবসে বুড়া হোতা হ্যায় স্বপ্ন কো মর জানা।

শুধুই কি হতাশা নাকি অন্য কারণও রয়েছে? হিরানগর থানার ওসি রাজিব ভাদোরিয়া সংবাদমাধ্যমকে জানান, লকডাউন শুরু হওযার পর থেকে ইন্দোরে বাড়িতেই ছিলেন প্রেক্ষা। কেন আত্মহত্যা করলেন তিনি, সে বিষয়ে অনুসন্ধান চলছে।

ক্রাইম পেট্রল', 'মেরি দুর্গা' এবং 'লাল ইশক' ধারাবাহিকে কাজ করে বেশ প্রসংশা কুড়িয়েছেন প্রেক্ষা। তার এভাবে চলে যাওয়ায় বন্ধু মহলে শোকের ছায়া নেমে এসেছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]