03/14/2025 রাজশাহীতে গৃহবধূ আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক
১৯ জুলাই ২০২০ ০১:৫৯
রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধু আত্মহত্যা করেছেন। নগরীর উত্তর নওদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই গৃহবধু হলেন- উত্তর নওদাপাড়ার জাহিদ হাসানের স্ত্রী মারুফা আক্তার (১৯)।
শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম খান জানান, পারিবারিক কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে শনিবার সকালে গলায় ফাঁস দেন গৃহবধূ মারুফা আক্তার। পরে তাকে উদ্ধার করে রামেক হাসপাতালে নেয়া হয়।
এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এনিয়ে আইনগত ব্যবস্থাও গ্রহণ করা হবে।
রাজ টাইমস/রুম্মান