19009

04/21/2025 রাজশাহীতে সাড়ে ৮ কোটি টাকার হেরোইন জব্দ

রাজশাহীতে সাড়ে ৮ কোটি টাকার হেরোইন জব্দ

রাজ টাইমস ডেস্ক :

২৮ জানুয়ারী ২০২৪ ১৯:৫০

রাজশাহীর গোদাগাড়ীতে ৮ কেজি ৪০০ গ্রাম হেরোইন জব্দ করেছে পুলিশ। উদ্ধারকৃত এসব হেরোইনের আনুমানিক মূল্য ৮ কোটি ৪০ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে না পারেনি পুলিশ।

শনিবার (২৭ জানুয়ারি) রাত ১১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকার একটি খামারবাড়িতে অভিযান চালিয়ে এসব হেরোইন জব্দ করা হয়। রোববার (২৮ জানুয়ারি) বেলা ১১টায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানিয়েছে পুলিশ সুপার সাইফুর রহমান।

পুলিশ সুপার সাইফুর রহমান বলেন, গোপন তথ্যে গোদাগাড়ীর মাদারপুর ডিমভাঙ্গা মহল্লায় অভিযান পরিচালনা করা হয়। সেখানে অভিযান চালিয়ে এসব হেরোইন জব্দ করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই খামারবাড়ির মালিক ও তার কেয়ারটেকার পালিয়ে গেছে।

খামারবাড়ির মালিক ফরিদুল ইসলাম (২৭) নামের এক ব্যক্তি। তিনি ভারত থেকে এই হেরোইন নিয়ে আসেন বলে জানান পুলিশ সুপার। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে পাচারের জন্য বাজারের ব্যাগে বালুর স্তুপের মধ্যে মজুদ রেখেছিল।

পুলিশ সুপার আরও বলেন, ফরিদুল ও সোহেল চিহ্নিত মাদক কারবারি। তাদের বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা হয়েছে। জামিনে বের হয়ে ফের মাদক কারবারে জড়িয়ে যায়। তারা দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতো। এই দুই মাদক কারবারিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]