03/16/2025 শহীদ কামরুজ্জামানের সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের
রাজটাইমস ডেস্ক
১৫ নভেম্বর ২০২০ ১৭:৪৯
জাতীয় চার নেতার অন্যতম ও স্বাধীন বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এএইচএম কামরুজ্জামান এর সমাধিতে পুষ্পস্তবক অর্পন করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন।
রবিবার (১৫ নভেম্বর) সমাধি চত্বরে ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেনের উপস্থিতিতে পুষ্পস্তবক অপর্ন ও মোনাজাত কর্মসূচী অনুষ্ঠিত হয়।
উপস্থিত ফাউন্ডেশন নেতৃবৃন্দ প্রয়াত এ এইচ কামারুজ্জামানের আত্মার মাগফেরাত কামনা করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক প্রফেসর ড. সরকার সুজিত কুমার, যুগ্ম আহবায়ক অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম, সদস্য সচিব অধ্যাপক শিবলী ইসলাম এবং সদস্য মোঃ বদিউজ্জামান।