04/22/2025 নিষেধাজ্ঞা সত্ত্বেও তেহরানের বৈদেশিক বাণিজ্যে রেকর্ড
রাজ টাইমস ডেস্ক :
২৯ জানুয়ারী ২০২৪ ১৯:৪১
অর্থ নিষেধাজ্ঞাকে ব্যর্থ করে ২০২৩ সালে ১১২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তেল বহির্ভূত বৈদেশিক বাণিজ্যের রেকর্ড গড়েছে ইরান। ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদোরি জাহরোমি এই তথ্য জানিয়েছেন।
সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র সব ধরনের নিষেধাজ্ঞা অকার্যকর করতে ইরানের ১৩তম সরকারের কৌশল এবং গৃহীত পদক্ষেপগুলি বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, এই পদক্ষেপগুলির কার্যকারিতার ফলে ২০২৩ সালে পূর্বের রেকর্ড ভেঙে বৈদেশিক বাণিজ্যে নতুন রেকর্ড হয়েছে। এবছর ১১২ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের তেলবহির্ভূত বৈদেশিক বাণিজ্যের নতুন রেকর্ড হয়েছে।
সূত্র: মেহর নিউজ