1903

09/21/2024 করোনা সচেতনতায় আরএমপির কার্যক্রম অব্যহত

করোনা সচেতনতায় আরএমপির কার্যক্রম অব্যহত

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর ২০২০ ২১:১০

করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা প্রাদুর্ভাব প্রতিরোধে আরএমপির ১২ টি থানায় একযোগে করোনা সংক্রান্তে জনগণকে উদ্ভুদ্ধ করণ, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ কার্যক্রম অব্যহত রয়েছে।

মহল্লা, বিপণী বিতান এবং মার্কেট সমূহে বিশেষ ভাবে প্রচারণার অংশ হিসেবে আজ বেলা ১১টায় পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক শাহমখদুম থানা ও পবা থানার বিভিন্ন এলাকায় এই কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং জনসাধারণ ও ব্যবসায়ীদের মধ্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।

“নো মাস্ক নো সার্ভিস” এ প্রত্যয়কে সামনে রেখে মাননীয় পুলিশ কমিশনার শাহমখদুম থানাধীন নওদাপাড়া ও পবা থানার নওহাটা বাজার এলাকায় অবস্থিত মার্কেট পরিদর্শন করে সবাইকে মাস্ক ব্যবহারে উদ্ভুদ্ধ করেন এবং মাস্ক ছাড়া কাউকে যেন কোন প্রকার সেবা প্রদান করা না হয় সে ব্যাপারে অনুরোধ করেন।

পুলিশ কমিশনার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কোন অফিসে মাস্ক বিহীন কাউকে সেবা প্রদান করা হবে না মর্মে প্রত্যয় ব্যক্ত করেন। কেউ আইন অমান্য করলে তাকে পূনঃ উদ্ভুদ্ধ করণ এবং পরবর্তীতে কেউ যদি আইন অমান্য করে তাহলে তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে জানান। এই কার্যক্রমে ধারাবাহিকভাবে চলবে বলেও তিনি জানান।

এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সুজায়েত ইসলাম, মুহাম্মদ সাইফুল ইসলাম, উপ পুলিশ কমিশনার (শাহমখদুম), সোনিয়া পারভীন, সহকারী পুলিশ কমিশনার (শাহমখদুম), মোঃ সাইফুল ইসলাম, অফিসার ইনচার্জ, শাহমখদুম থানা, শেখ মোঃ গোলাম মোস্তফা, অফিসার ইনচার্জ, পবা থানা ও মোঃ নুরে আলম সিদ্দিক, অফিসার ইনচার্জ, এয়ারপোর্ট থানা, আরএমপি, রাজশাহী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

কাফি

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]