1904

04/03/2025 অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই

অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই

রাজটাইমস ডেস্ক

১৫ নভেম্বর ২০২০ ২১:৩৭

প্রয়াত হলেন ভারতের পশ্চিমবঙ্গের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।

রবিবার (১৫ নভেম্বর) দুপুরে কলকাতার বেসরকারি নার্সিংহোম বেলভিউতে ৪০ দিন চিকিৎসাধীন থাকার পর প্রাণ হারান তিনি।

মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাবে আক্রান্ত হলে গত ৬ অক্টোবর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

হাসপাতালে ভর্তির পরই নিয়মিত তাকে কিডনি ডায়ালাইসিস করা হয়। ২৪ অক্টোবর থেকে তার শারীরিক অবস্থার মূলত অবনতি হতে থাকে। তার পর ধীরে ধীরে তিনি চেতনাহীন হয়ে পড়েন। 

৮৫ বছর বয়সী এই অভিনেতাকে গত বুধবার (১১ নভেম্বর) শ্বাসনালিতে অস্ত্রোপচারের শুক্রবার (১৩ নভেম্বর) থেকে সৌমিত্রের শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। তাকে পুরোপুরি লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু তাতেও তিনি সাড়া দিচ্ছিলেন না। 

হালের এই জনপ্রিয় অভিনেতা ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন। উচ্চশিক্ষা গ্রহণ কলকাতায়। 

নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রাপ্তির ঝুলিতে পুরেছেন অনেক কিছুই। পেয়েছেন ভারতের চলচ্চিত্র অঙ্গনের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার। এ ছাড়া আরও দেশ-বিদেশের বহু পুরস্কার পেয়েছেন তিনি। 

চলচ্চিত্র জগতের এই দিকপাল প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ঐতিহাসিক অমর সৃষ্টি ‘অপুর সংসার’ চলচ্চিত্রে অভিনয়ও করেছেন।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]