19074

04/22/2025 রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সাইবার হামলা চালিয়েছে ইউক্রেন

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সাইবার হামলা চালিয়েছে ইউক্রেন

রাজ টাইমস ডেস্ক :

৩১ জানুয়ারী ২০২৪ ১৯:১১

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সফল সাইবার হামলা চালিয়েছে ইউক্রেন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) ইউক্রেনের জিইউআর সামরিক গোয়েন্দা ইউনিট এ তথ্য জানিয়েছে।

তাদের এ সফল হামলায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ব্যবহৃত সার্ভার অকেজো হয়ে পড়ে। এতে সাময়িকভাবে সামরিক ইউনিটগুলোর সঙ্গে মন্ত্রণালয়ের যোগাযোগ ব্যাহত হয়, এমনটিই তুলে ধরা হয়েছে এএফপির প্রতিবেদনে।

ইউক্রেনের জিইউআর সামরিক গোয়েন্দা ইউনিটের দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘সাইবার হামলার ফলে রাশিয়া ফেডারেশনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন ইউনিটের মধ্যে তথ্য বিনিময় বন্ধ হয়ে যায়।’

বিবৃতিতে আরও বলা হয়, সাইবার হামলা চলমান ছিল। এএফপি ইউক্রেনের এমন দাবি যাচাই করতে পারেনি এবং রাশিয়ার কর্মকর্তারা কিয়েভের হ্যাকিংয়ের দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোন প্রতিক্রিয়া জানায়নি।

তবে রুশ কর্তৃপক্ষ মঙ্গলবার (৩০ জানুয়ারি) ঘোষণা করেছে, ‘প্রযুক্তিগত সমস্যার কারণে দেশের বেশ কয়েকটি ইন্টারনেট সাইট বন্ধ হয়ে যায়।’ যদিও এ ক্ষেত্রে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কথা উল্লেখ করা হয়নি।

রাশিয়ার ডিজিটাল উন্নয়ন মন্ত্রণালয় বলেছে, সমস্যাটি ‘ডেমেন নেম সিস্টেম সিকিউরিটি এক্সটেনশন’ এর সাথে যুক্ত ছিল এবং মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যার মধ্যেই সমস্যাটির সমাধান করা হয়। যদিও ‘প্রতিবন্ধকতাটি একটি নির্দিষ্ট সময়ের জন্য’ অব্যাহত থাকতে পারে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]