19080

04/21/2025 যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে ইসরায়েলের অধিকাংশ ইহুদি

যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে ইসরায়েলের অধিকাংশ ইহুদি

রাজ টাইমস ডেস্ক :

৩১ জানুয়ারী ২০২৪ ১৯:৪৯

জরিপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অনুমোদন কমে যাওয়া সত্ত্বেও পুরো ইসরায়েলের যুদ্ধবিরোধী মনোভাবকে সেটি প্রতিফলিত করে না বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার একজন স্বাধীন সাংবাদিক অ্যান্টনি লোয়েনস্টেইন।

আল জাজিরাকে তিনি বলেন, ‘বেশিরভাগ ইসরায়েলি তাদের জিম্মিদের ফেরত চায়। কিন্তু একইসঙ্গে তারা যুদ্ধ চালিয়ে যাওয়ার বিষয়ে খুশি। ইসরায়েলি ইহুদিদের অধিকাংশই যুদ্ধ চালিয়ে যেতে চায়।’

একজন বন্দির পরিবারের এক সদস্যকে উদ্ধৃত করে লোয়েনস্টেইন বলেন, ‘আমি আমার বোনকে ফিরে পেতে চাই। কিন্তু এরপর ইসরায়েল গাজায় যা চায় তা করতে পারে।’ এই দৃষ্টিভঙ্গি মূলধারার বলে মন্তব্য করেন লোয়েনস্টেইন।

যুদ্ধ সত্ত্বেও ক্যাবিনেট মন্ত্রী বেনি গ্যান্টজ জরিপে জয়ী হয়েছেন। তিনি উল্লেখ করেছেন যে, তার নেতৃত্ব নেতানিয়াহুর শুরু করা যুদ্ধের গতিপথ পরিবর্তন করবে না।

লোয়েনস্টেইন বলেন, ‘যদি শুধুমাত্র বেনি গ্যান্টজ আলাদা হতেন। গাজা থেকে পশ্চিম তীর দখল পর্যন্ত বেশিরভাগ মূল বিষয়ে উভয়ের মধ্যে উল্লেখযোগ্যভাবে সামান্য পার্থক্য রয়েছে। গ্যান্টজ অবিরাম পেশায় বিশ্বাস করে। ইসরায়েলের মধ্যে দ্বি-রাষ্ট্র সমাধান নিয়ে কোনও গুরুতর আলোচনা নেই। এটি শেষ, তা ঘটছে না।’

সূত্র: আল-জাজিরা

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]