19118

04/21/2025 গাজায় ১২২ জন সাংবাদিক নিহত

গাজায় ১২২ জন সাংবাদিক নিহত

রাজ টাইমস ডেস্ক :

২ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০৮

গাজা উপত্যকায় ইসরাইলের অভিযান শুরু হওয়ার পর অন্তত ১২২ জন সাংবাদিক নিহত হয়েছেন। আহত আরো অনেক। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের পাঁচজন স্বাধীন বিশেষজ্ঞ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ওই পাঁচজন স্বাধীন বিশেষজ্ঞকে নিয়োগ করেছে। জাতিসংঘের হয়ে তারা কথা বলবেন না।

স্বাধীনভাবে তারা তাদের রিপোর্ট দেবেন। ওই বিশেষজ্ঞরা জানিয়েছেন, ৭ অক্টোবর হামলার সময় হামাসও চারজন ইসরাইলি সাংবাদিককে হত্যা করেছে। অন্যদিকে লেবাননে শেলিংয়ের সময় ইসরাইল লেবাননের দিকে থাকা তিনজন সাংবাদিককে হত্যা করেছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, গাজা স্ট্রিপে সাংবাদিকদের প্রেস লেখা হেলমেট, জ্যাকেট পরতে বলা হয়েছিল। তাদের জন্য প্রেস লেখা বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়েছিল। তা সত্ত্বেও তাদের উপর আক্রমণ চালানো হয়েছিল। জেনে-বুঝে সাংবাদিকদের উপর হামলা হয়েছে।

বিশেষজ্ঞদের বক্তব্য, ইচ্ছাকৃতভাবে ইসরাইলের সেনা একাজ করেছে, যাতে সাংবাদিকেরা সমস্ত খবর এবং ছবি প্রকাশ করতে না পারেন। সাংবাদিকদের উপর এভাবে জেনেবুঝে হামলা চালানো 'যুদ্ধাপরাধ' বলে দাবি করা হয়েছে ওই রিপোর্টে।

রিপোর্টে বলা হয়েছে, ইসরাইলের সেনার সঙ্গে যোগ না দিলে বাইরে থেকে কোনো সাংবাদিককে গাজা স্ট্রিপের ভিতরে ঢুকতে দেয়া হচ্ছে না। কেবলমাত্র গাজার ভিতরে থাকা ব্যক্তিরাই সংবাদ পাঠাতে পারছেন বাইরে। এ নিয়েও আশঙ্কা প্রকাশ করা হয়েছে ওই রিপোর্টে।

সূত্র: রয়টার্স।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]