19136

03/14/2025 যে যতই গালি দিক জিএম কাদের এখন বিরোধী দলের নেতা: চুন্নু

যে যতই গালি দিক জিএম কাদের এখন বিরোধী দলের নেতা: চুন্নু

রাজটাইমস ডেস্ক:

৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:২৯

যে যতই গালি দিক গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এখন বিরোধী দলীয় নেতা বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

শনিবার জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর আয়োজিত দলটির বনানী কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাতীয় পার্টি মহাসচিব বলেন, আওয়ামী লীগের সঙ্গে মহাজোট করার কারণে অনেকেই জাপাকে গৃহপালিত বিরোধী দল বলে। রাজনীতি করতে গেলে সবার সঙ্গে সম্পর্ক থাকা লাগে। জাপা কখনও কারও পার্পাস সার্ভ করে নাই। আমরা সব সময় সরকারের সমালোচনা করেছি।

বিরোধী দলের চিফ হুইপ মনোনীত হওয়া মুজিবুল হক চুন্নু বলেন, এই পার্লামেন্টে বিরোধী দল কি তা দেখিয়ে দেয়া হবে। সরকারের ভুল ত্রুটি ধরে দেয়ার জন্য যা যা করার তাই করা হবে। সংসদে সরকারের সমালোচনা সাহসের সঙ্গে করা হবে। সংসদে জনগণের পক্ষে কথা বলা হবে। যারা নির্বাচন বর্জন করেছে, তারাই জাপার কিছু লোককে উস্কানি দিচ্ছে। সংখ্যা বড় নয়, বড় হলো আন্তরিকতা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]