03/17/2025 আগামীকাল রাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা
রাবি প্রতিনিধি :
৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৬
শিক্ষায়তনিক উৎকর্ষ অর্জনের লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা-২০২৪ শুরু আগামীকাল থেকে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তরের আয়োজনে নয় দিনব্যাপী এ আয়োজন শেষ হবে আগামী ১৩ই ফেব্রুয়ারি।
রোববার (০৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা দপ্তরে সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম সাউদ।
এসময় তিনি জানান, আগামীকাল (০৫ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) এ বিতর্কের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার। এসময় আরো উপস্থিত থাকবেন প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) ও প্রফেসর মো. হুমায়ুন কবীর, উপ-উপাচার্য (শিক্ষা)।
সংবাদ সম্মেলনে আরও বলেন, সংসদীয় বিতর্ক পদ্ধতিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় নক আউট রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল এ চার ধাপে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ১৭টি আবাসিক হল থেকে ১৭টি দল এই আয়োজনে অংশগ্রহণ করবে। বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য বির্তাকিক -শিক্ষকগণ বিচারকের দায়িত্ব পালন করবেন।
এসময় ছাত্র উপদেষ্টা আরও বলেন, বিতর্ক প্রতিযোগিতা বিশ্ববিদ্যালয়ের ২টি স্থানে অনুষ্ঠিত হবে। নকআউট রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের প্রতিযোগিতাগুলো শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এবং ফাইনাল প্রতিযোগিতা ব্যাপক পরিসরে এই শিক্ষাঙ্গন-সংশ্লিষ্ট সবার উপভোগের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর, নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক রাদিয়া আউয়াল তৃষাসহ আরও অনেকেই।