1918

04/04/2025 ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক

১৬ নভেম্বর ২০২০ ২০:৫৬

রাজশাহীতে ৫০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার দুইজন হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার মুক্তারপুর পাইকেনপাড়া গ্রামের আবদুল করিমের ছেলে তরুণ হোসেন (২৮) এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানার তালশহর এলাকার আক্তার মিয়ার ছেলে মিঠুন মিয়া (২৫)। তাদের কাছ থেকে একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

রোববার রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কের নগরপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব বিষয়টি নিশ্চিত করেছে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার দুইজন ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজাগুলো রাজশাহী আনেন। ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]