1920

03/14/2025 পেরুর অন্তবর্তীকালীন প্রেসিডেন্টেরও পদত্যাগ

পেরুর অন্তবর্তীকালীন প্রেসিডেন্টেরও পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

১৬ নভেম্বর ২০২০ ২১:৩১

বিগত কয়েকদিন ধরে চলা পেরুতে অব্যাহত আন্দোলন ও বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন দেশটির অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট ম্যানুয়েল মেরিনো। খবর আলজাজিরা।

পেরুতে চলমান অব্যাহত বিক্ষোভে নিহত হয়েছে দুজন এবং আহত হয়েছে অর্ধশত আন্দোলনকারী।

দেশটিতে চলা বড় ধরণের এই বিক্ষোভে আন্দোলনকারীরা অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ম্যানুয়েল মেরিনোর পদত্যাগ দাবি করে বর্তমান কংগ্রেস ভেঙে দেয়ার দাবি জানিয়ে আসছিলেন।

এর আগে ঘুষ গ্রহনের অভিযোগ এনে অভিসংশন করানো হয় প্রেসিডেন্ট ভিজকারাকে। এর পর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ম্যানুয়েল মেরিনো। কিন্তু সাবেক প্রেসিডেন্ট তার বিরুদ্ধে আনা এ অভিযোগ প্রত্যাখ্যান করেন।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]