03/16/2025 সর্বনাশা করোনায় প্রাণহানি ২১
রাজটাইমস ডেস্ক
১৬ নভেম্বর ২০২০ ২১:৪৩
বিশ্ব মহামারী প্রাণঘাতী করোনাভাইরাস প্রকোপে দেশজুড়ে প্রাণহানি হয়েছে আরও ২১ জনের। ফলে এ নিয়ে মোট ৬২১৫ জনের মৃত্যু হলো।
গত ২৪ ঘণ্টায় ভাইরাসটি সংক্রমন ছড়িয়েছে আরও ২১৩৯ জনের দেহে। এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লাখ ৩৪ হাজার ৪৭২ জনে।
একই সময়ে ভাইরাসটি থেকে আরোগ্য হয়েছে ১ হাজার ৬০৪ জন। এ নিয়ে মোট ৩ লাখ ৫১ হাজার ১৪৬ জন করোনা থেকে সেরে উঠেছেন।
সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, চীনের উহান থেকে বিশ্বময় ছড়িয়ে পড়া ভাইরাসটি দেশে প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ।