19246

04/21/2025 গাজায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ২৭ হাজার ৭০৮

গাজায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ২৭ হাজার ৭০৮

রাজ টাইমস ডেস্ক :

৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৪

হামাস নিয়ন্ত্রিত গাজায় ইসরাইলের অব্যাহত হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৭০৮ জনে।

হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার এ কথা জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় আরো ১২৩ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন মোট ৬৭ হাজার ১৪৭ জন।

উল্লেখ্য, ফিলিস্তিনী সংগঠন হামাস গত ৭ অক্টোবর আকস্মিকভাবে ইসরাইলে হামলা চালায়। এ সময়ে এক হাজার ১৪০ ইসরাইলি নিহত এবং প্রায় ২৫০ জনকে জিম্মি করে।

ইসরাইলও একইদিন থেকে গাজায় পাল্টা হামলা শুরু করে।

সূত্র : বাসস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]