1925

11/06/2025 ঢাকা দায়রা আদালতে অগ্নিকাণ্ড

ঢাকা দায়রা আদালতে অগ্নিকাণ্ড

রাজটাইমস ডেস্ক

১৭ নভেম্বর ২০২০ ০০:২৬

ঢাকা মহানগর দায়রা জজ আদালতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ নভেম্বর) বিকাল ৫টার দিকে এই ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল অফিসে দায়িত্বরত আনিসুর রহমান। 

পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ২টি ইউনিট পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আদালতের এসি থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে জানা গেছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার নথি ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সরানো হয়েছে বলে জানা গেছে।

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]