03/16/2025 স্টুডেন্ট রাইটস এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির ১ম সভা অনুষ্ঠিত
রাজটাইমস ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৫৫
স্টুডেন্ট রাইটস এসোসিয়েশনের (এসআরএ) ৩য় কার্যনির্বাহী কমিটির ১ম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের টিচার্স লাউঞ্জে এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মেহেদী সজীবের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এফ আর এম ফাহিম রেজা। এই সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক রাশেদ রাজন, সাবেক সদস্য সচিব মোজাহিদুর রহমান বাবু, বিদায়ী কমিটির প্রচার ও মিডিয়া সম্পাদক জি কে এম মেশকাত চৌধুরী মিশু।
সভায় চলতি বছরের কার্যনিবার্হী কমিটির বাৎসরিক পরিকল্পনা গ্রহণ, কার্যবিবরণীর অনুমোদন এবং সিদ্ধান্তসমূহের বাস্তবায়নের প্রস্তুতি গ্রহণ করা হয়।
উল্লেখ্য, শিক্ষার্থীদের অধিকার আদায়ে ২০১৭ সালের ২১ ডিসেম্বর যাত্রা শুরু করে এই সংগঠন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অধিকার রক্ষাসহ নানা সামাজিক ও দাতব্য বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে সংগঠনটি।