19348

04/21/2025 নওগাঁ-২ আসনে শহিদুজ্জামান বিজয়ী

নওগাঁ-২ আসনে শহিদুজ্জামান বিজয়ী

নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি ২০২৪ ০৯:১৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো. শহিদুজ্জামান সরকার বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বিজয়ী হয়েছেন। এ নিয়ে টানা চতুর্থ মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি।

সোমববার রাত সাড়ে ৯টায় নওগাঁ জেলা প্রশাসন কার্যালয় থেকে জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মাওলা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ১ লাখ ১৮ হাজার ৯৪১ ভোট পেয়েছেন শহিদুজ্জামান সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এইচ এম আখতারুল আলম পেয়েছেন ৭৪ হাজার ৩৮১ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ৪৪ হাজার ৫৬০টি।

এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট মো. তোফাজ্জল হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮৪ ভোট। অন্যদিকে আরেক স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে মো. মেহেদী মাহমুদ রেজা পেয়েছেন ১ হাজার ৪২৬ ভোট।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]