1936

04/11/2025 মারা গেছেন দুর্ঘটনার শিকার সাবেক কাউন্সিলর মালেক

মারা গেছেন দুর্ঘটনার শিকার সাবেক কাউন্সিলর মালেক

রাজটাইমস ডেস্ক

১৮ নভেম্বর ২০২০ ০২:১৫

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ পার করে অবশেষে পরপারে পাড়ি জমালেন সড়ক দূর্ঘটনায় আহত রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার সাবেক কাউন্সিলর আবদুল মালেক (৩৫)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন সাবেক এই কাউন্সিলর।

নিহতের ভাই আবদুল রশিদ তার মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেছেন।

এর আগে গত রোববার (১৫ নভেম্বর) পুঠিয়া উপজেলায় ব্যবসার কাজে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

প্রয়াত কাউন্সিলর আড়ানী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কুশাবাড়িয়া গ্রামের মৃত মহসিন আলীর ছেলে। তিনি ২০১১ সালে পৌরসভার প্রথম নির্বাচনে ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হন।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]