04/21/2025 নাটোরে ভোক্তা অধিদফতরের অভিযান, প্রায় ৭ লাখ টাকা জরিমানা
রাজ টাইমস ডেস্ক :
১৩ ফেব্রুয়ারি ২০২৪ ২১:১৯
নাটোরের গুরুদাসপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান পরিচালনা করেছেন। এসময় সংরক্ষণ আইন ৯ এর বিভিন্ন ধারায় সাত ব্যবসায়ীকে ৬ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে বিকেল পযর্ন্ত উপজেলার চাঁচকৈড় এলাকায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর নাটোরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর।
সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীর জানান, আজ (মঙ্গলবার) নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় এলাকায় জেলা ভোক্তা অধিদফতর একটি অভিযান পরিচালনা করেন।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারায় ভাই ভাই বাণিজ্যালয় স্বত্বাধিকারী মো. দেলওয়ার হোসেনকে ১ লাখ ৯০ হাজার টাকা, হাজী আব্দুল আজিজ সোনার ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. সুজন সোনাকে ৪৩ ও ৪৪ ধারায় ২ লাখ ৫০ হাজার টাকা, আল আমিন ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আল আমিন সোনারকে ৪২ ধারায় ১ লাখ ৫০ হাজার টাকা, মেসার্স মুক্তার এন্টার প্রাইজকে ৪৩ ধারায় ২৫ হাজার টাকা, পাবনা বেকারির স্বত্বাধিকারী মো. আবু বক্কর সিদ্দীককে ৪৩ ধারায় ২০ হাজার টাকা, শেখ এগ্রো ট্রেডিং এর স্বত্বাধিকারী আব্দুল হান্নান শেখকে ৪৩ ধারায় ১০ হাজার টাকা এবং রাজ বেকারীর স্বত্বাধিকারী মো. আনোয়ার হোসেনকে ৪২ ও ৪৩ ধারায় ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, সচেতনতার জন্য লিফলেট বিতরণ করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে এ কর্মকর্তা জানান।