19388

05/09/2024 দুদিনে পেঁয়াজ কেজিতে বেড়েছে ৫০ টাকা

দুদিনে পেঁয়াজ কেজিতে বেড়েছে ৫০ টাকা

নিজস্ব প্রতিবেদক

১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫২

গত সোমবারও রাজশাহীতে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০ টাকা দরে। একদিন পর মঙ্গলবার কেজিপ্রতি ২০ টাকা বেড়ে হয়েছে ১০০ টাকা। মাত্র একদিনের ব্যবধানে বুধবার পেঁয়াজের দাম উঠেছে প্রতি কেজি ১৩০ টাকা।

তিন দিনের ব্যবধানে রাজশাহীতে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে ৫০ টাকা। পেঁয়াজের অস্বাভাবিক দামে দিশাহারা হয়ে পড়েছেন ক্রেতারা। অন্যদিকে পেঁয়াজ, আদা ও রসুন ছাড়া অন্য শাকসবজির মূল্য সহনীয় আছে। তবে ভরা মৌসুমে পেঁয়াজের উচ্চমূল্যকে অস্বাভাবিক বলছেন ক্রেতারা।

শুধুই এখনই নয়, সারা বছর ধরেই চলছে পেয়াঁজের মূল্যেও অস্বাভাবিক ওঠানামা। পেঁয়াজের এ মূল্যবৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন বাজার করতে আসা ক্রেতা নূর মোহাম্মদ।

তিনি বলেন, এ দেশটা যেন মগের মুল্লুকে পরিণত হয়েছে। পেঁয়াজ নিয়ে দুর্নীতি আর কতদিন চলবে। যে সময় জমি থেকে পেঁয়াজ বাজারে আসছে, এই সময় পেঁয়াজের মূল্যবৃদ্ধি উদ্দেশ্যপ্রণোদিত ছাড়া আর কিছুই নয়। বাজার মনিটরিং ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে।

খড়খড়ির পেঁয়াজ বিক্রেতা সমিউল শেখ বলেন, এখন বাজারে নতুন নতুন পেঁয়াজ নামছে। পেঁয়াজের কোনো ঘাটতি নেই। তার পরও আড়তে দাম বাড়ছে। কারণ অজানা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]