19392

04/22/2025 ঘুমধুম সীমান্ত থেকে সরিয়ে নেয়া হলো এসএসসি পরীক্ষার্থী ও বিজিপি সদস্যদের

ঘুমধুম সীমান্ত থেকে সরিয়ে নেয়া হলো এসএসসি পরীক্ষার্থী ও বিজিপি সদস্যদের

রাজ টাইমস ডেস্ক :

১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১০:২৩

মিয়ানমারের সীমান্ত পরিস্থিতির কারণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্রটি সরিয়ে নেয়া হয়েছে।

এই কেন্দ্রের ৫০২ জন এসএসসি পরীক্ষার্থীকে উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে কয়েকটি বাসে করে পরীক্ষার্থীদের ঘুমধুম থেকে ওই কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধিসহ শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অন্যদিকে একই সীমান্ত থেকে মায়ানমার থেকে পালিয়ে আসা ১৫৮ জন বিজিপি সদস্যকে কক্সবাজারে নিয়ে যাওয়া হয়েছে। এরা গত এক সপ্তাহ থেকে ঘুমধুম সরকারি উচ্চ বিদ্যালয়ে অবস্থান করছিল।

বান্দরবানের ঘুমধুম তুমব্রু সীমান্তে মায়ানমারের সেনাবাহিনীর সাথে সে দেশের বিচ্ছিন্নতাবাদী গ্রুপ আরাকান আর্মির সাথে সংঘর্ষের জের ধরে সীমান্ত উত্তপ্ত রয়েছে। ঘুমধুম এসএসসি পরীক্ষার কেন্দ্রটি সীমান্ত লাগোয়া হওয়ায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কেন্দ্রটির ৫০২ দুজন পরীক্ষার্থীকে সেখান থেকে সরিয়ে নিরাপদ কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন।

এদিকে বান্দরবান সীমান্তে কোনো গোলাগুলি না হওয়ায় পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। তবে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরাপত্তা ও টহল জোরদার রেখেছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]