03/14/2025 রাজশাহীতে পদ্মা নদীর বাঁধে ভাঙন
বাঘা প্রতিবেদক :
২০ জুলাই ২০২০ ০০:৫৪
রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মা নদী রক্ষা বাঁধে ভাঙন শুরু হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পক্ষে জিওব্যাগ ফেলে গ্রামরক্ষা করার চেষ্টা করা হচ্ছে। শনিবার সকাল থেকে এই জিওব্যাগ ফেলা শুরু করা হয়েছে। বিশেষ করে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের নাপিতপাড়া নামক স্থানে পদ্মার রক্ষা বাঁধে ভাঙন শুরু হয়েছে।
পদ্মার পানি বাড়তে থাকায় উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের নাপিতপাড়া এলাকায় ভাঙনের তীব্রতাও বাড়তে শুরু করে। রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী বলেন, বাঘার পদ্মা নদীর আলাইপুর এলাকার নাপিতপাড়া নামক স্থানে সামান্য অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ নিয়ে আশঙ্কার কিছু নেই। ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।