19486

03/15/2025 কক্সবাজারের সুগন্ধা বিচ এখন বঙ্গবন্ধু বিচ

কক্সবাজারের সুগন্ধা বিচ এখন বঙ্গবন্ধু বিচ

রাজটাইমস ডেস্ক:

১৯ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৪৪

বদলে গেল কক্সবাজার সমুদ্র সৈকতের দুটি সৈকতের (বিচ) নাম। এর মধ্যে বহুল পরিচিত সুগন্ধা বিচকে বাংলাদেশের মহান স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে নতুন নাম দেওয়া হয়েছে ‘বঙ্গবন্ধু বিচ’। অন্য বিচটি অবশ্য নতুন। সুগন্ধা বিচ ও কলাতলী বিচের মধ্যবর্তী স্থানটিকে দেশের বীর মুক্তিযোদ্ধাদের নামে ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’ নামে নামকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সাহাব উদ্দিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজ এ তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কেন্দ্রীয় চেয়ারম্যান মো. সোলায়মান মিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে একাদশ জাতীয় সংসদের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৩তম বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা বিচকে ‘বঙ্গবন্ধু বিচ’ এবং বীর মুক্তিযোদ্ধাদের নামে সুগন্ধা বিচ ও কলাতলী বিচের মাঝখানের খালি জায়গায় ‘বীর মুক্তিযোদ্ধা বিচ’ নামকরণ করা হয়। একই সঙ্গে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এখানে জেলা প্রশাসন ও ট্যুরিস্ট পুলিশসহ সংশ্লিষ্টদের এটি বাস্তবায়নে আদেশ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]