195

05/21/2024 নগরীতে ৬৩, জেলায় ৯৫

নগরীতে ৬৩, জেলায় ৯৫

নিজস্ব প্রতিবেদক

২২ জুলাই ২০২০ ১৬:৪৬

নগরীতে গত ২৪ ঘণ্টায় ৬৩ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৯৫ জন।

মঙ্গলবার রাত পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ও হাসপাতালের পিসিআর ল্যাবে দুইটি ল্যাবে ৪৯ জন করে ৯৮ জনের করোনা পজিটিভ আসে। দুইটি ল্যাব সংশ্লিষ্ট সুত্রে এ তথ্য পাওয়া গেছে।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, তাদের ল্যাবে ১৮৮টি নমুনার রিপোর্ট হয়েছে। এতে ৪৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট হয়েছে। এর মধ্যে ৩০ জন নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। বাকিগুলোর মধ্যে রামেক হাসপাতালের ২ জন, বাগমারার ২ জন, ২ জন র‌্যাব-৫ এর সদস্য, ৯ জন পুলিশ সদস্য এবং পুঠিয়া, গোদাগাড়ী, দুর্গাপুর এবং চারঘাট উপজেলার ১ জনের করে করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে রামেকের উপাধ্যক্ষ ও মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. বুলবুল হাসান জানান, তাদের ল্যাবে ১৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে রাজশাহীর ১৪৪টি, পাবনার ৪১টি এবং নাটোরের দুটি নমুনা ছিল। এর মধ্যে রাজশাহী ও পাবনার ৪৯ জনের করোনা পজিটিভ আসে।

নতুন ৪৯ জনের মধ্যে ৩৩ জন নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। আর ১২ জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রোগী। বাকি একজন জেলার বাঘা উপজেলার বাসিন্দা। আর পাবনার তিনজনের মধ্যে দুইজনের বাড়ি সুজানগর উপজেলায়। একজনের বাড়ি সদরে।

রাজশাহীতে নতুন ৯৫ জন শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ২ হাজার ৩৭৫ জনে দাঁড়াল। রাজশাহীতে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৭৬ জন। মারা গেছেন ১৮ জন।

#পিটি/এনএস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]