1955

09/20/2024 ফলজ বাগানের সাথে শত্রুতা!

ফলজ বাগানের সাথে শত্রুতা!

নিজস্ব প্রতিবেদক, পুঠিয়া

১৮ নভেম্বর ২০২০ ২৩:০০

 

রাজশাহীর পুঠিয়ায় পূর্বশত্রুতার কারণে রাতের আধাঁরে এক ইউপি সদস্যর বানিজিক ফলজ বাগান কেটে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার শিবপুরহাট-জাগিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

বানেশ্বর ইউনিয়নের সদস্য আব্দুল মালেক বলেন, এক বছর আগে প্রায় দেড় বিঘা জমিতে ৫শতাধিক মাল্টার চারা রোপন করা হয়। এর মধ্যে ফাঁকা স্থানে পেঁয়ারা বাগান করা হয়। সম্প্রতি ওই বাগানের বেশীর ভাগ গাছে দু’একটি করে ফল দেখা দিয়েছিল। আশা করে ছিলাম কিছু দিনের মধ্যে ওই ফল গুলো বাজারজাত করবো। কিন্তু কি কারণে দুবৃর্ত্তরা রাতের আধাঁরে আমার বাগান কেটে ফেলেছে তা বলতে পারছি না। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম বলেন, ফলের বাগান কাটার বিষয়ে ইউপি সদস্য বাদী হয়ে বুধবার থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি আমরা তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করবো।

এনএস

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]