1958

09/20/2024 পবায় জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক সেমিনার

পবায় জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক সেমিনার

রাজটাইমস ডেস্ক

১৯ নভেম্বর ২০২০ ০০:১৩

রাজশাহীর পবা উপজেলায় অনুষ্ঠিত হল জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ক অনলাইন সেমিনার। বুধবার (১৮ নভেম্বর) উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন সহায়তাকারিদের সেমিনার অনুষ্ঠিত হয়।

এ সময় ভিডি কনফারেন্সের মাধ্যমে অনলাইনে সংযুক্ত হোন প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব গোলাম ফারুক, সাবেক সচিব আলী ইমাম মজুমদার, উপ-সচিব মাখলেছুর রহমান, এনআইএস ও জাইকা কনসালটেন্টবৃন্দ।

অন্যদিকে, অপরপ্রান্ত সভাস্থলে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিমুল আকতার। শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে অংশ নেন উপজেলা সহকারি কমিশনার ভূমি শেখ এহসান উদ্দিন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম ও ওয়াজেদ আলী খান, ওয়ার্ল্ডভিশন পবা এপি ম্যানেজার লরেন্স মন্ডল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আশরাফ আলী দেওয়ান, সাধারণ সম্পাদক কাজী নাজমুল ইসলাম, প্রধান শিক্ষক ওমর আলী, সহকারি প্রধান শিক্ষক আখতার ফারুক, বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান, হুজুরীপাড়া ইউনিয়ন পরিষদ উদ্যাক্তা রেজাউল হক, সাংবাদিক সরকার দুলাল মাহবুব প্রমুখ

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]