03/14/2025 করোনায় আক্রান্ত বিভাগীয় কমিশনার
নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই ২০২০ ১৯:১৭
রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকারসহ (৫৪) তার পরিবারে সকল সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সোমবার রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে নমুনা পরীক্ষায় বিভাগীয় কমিশনার ছাড়াও তার স্ত্রী নাসরিন খোন্দকার (৪৫) এবং ছেলে তানজিম মাহাতাবের (১৭) করোনা শনাক্ত হয়।
ডিসি অফিস সূত্রে জানা গেছে, বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার এর এক আত্মীয় করোনায় আক্রান্ত হয়েছিলেন। তার করোনা সংক্রমণ ধরা পড়ার আগে তিনি বাসায় যান। তাই সন্দেহ থেকেই স্বপরিবারে নমুনা দেন। এতে রিপোর্ট পজিটিভ এসেছে।
এদিকে বিভাগীয় কমিশনার সরকারি বাসায় আছেন এবং সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানা গেছে।
আন্দালীব/২১