19625

09/08/2024 বাড্ডায় আগুন, পুড়েছে ফার্নিচারের ১০ দোকান

বাড্ডায় আগুন, পুড়েছে ফার্নিচারের ১০ দোকান

রাজ টাইমস ডেস্ক :

২৭ ফেব্রুয়ারি ২০২৪ ০৭:২৫

রাজধানীর বাড্ডায় সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে আগুনে পুড়ে গেছে অন্তত ফার্নিচারের ১০ দোকান। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গেছে। তবে আগুনে দোকানগুলোর বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাফি আল ফারুক মিডিয়াকে জানান, সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে ওই দোকানগুলোর অবস্থান। তারা ভোর রাত ৩টা ৫৭ মিনিটে আগুন লাগার খবর পান। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ৩টার দিকে সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে থাকা একটি কাঠের দোকানে আগুনের সূত্রপাত হয়। পরে পাশের দোকানগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। কাঠের দোকান থেকে আগুন আশপাশের তিনটি ভবনের কিছু অংশে ছড়িয়ে পড়ে।

এতে আশপাশের তিনটি ভবনের কয়েকটি ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়। আগুনে এখানকার একটি স-মিলও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]