04/22/2025 বইমেলার সময় দুই দিন বাড়ল
রাজ টাইমস ডেস্ক :
২৮ ফেব্রুয়ারি ২০২৪ ১২:২২
প্রকাশকদের আবেদনের প্রেক্ষিতে এবারের অমর একুশে বইমেলার সময় দুই দিন বেড়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা বইমেলায় ঘোষণা কেন্দ্র থেকে বইমেলার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। ফলে এবারের বইমেলা আগামী ২ মার্চ পর্যন্ত চলবে।
এর আগে নিয়মানুযায়ী ১৮ ফেব্রুয়ারি একুশে বইমেলার সময় আরো দুই দিন বাড়ানোর জন্য বাংলা একাডেমিকে চিঠি দেয় বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি। বাংলা একাডেমি প্রকাশকদের আবেদন সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করে। প্রধানমন্ত্রী প্রকাশকদের আবেদনে সাড়া দিয়ে মেলার মেয়াদ দুই দিন বৃদ্ধির অনুমোদন দেন।
চিঠিতে বলা হয়, এ বছর বইমেলা শুরু হওয়ার প্রথম তিন দিন মেলা প্রাঙ্গণের প্রস্তুতি ও বৃষ্টিজনিত সমস্যার কারণে মেলায় অংশ নেয়া প্রকাশকরা যথাযথভাবে বিক্রি শুরু করতে পারেননি। সে কারণে অনেক প্রকাশক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ক্ষতি কাটিয়ে উঠতে তারা মেলার সময় দুই দিন বাড়ানোর জন্য আবেদন করেন।
অবশ্য এ বছর অধিবর্ষ হওয়ায় মেলা ২৯ দিন চলত, কিন্তু সময় বাড়ানোয় মেলা ৩১ দিনে পৌঁছল। মূলত ১-২ মার্চ শুক্র ও শনিবার ছুটির দিন হওয়ায় ব্যাপক লোকসমাগম ও শেষ সময়ে ভালো বিক্রির আশা করছেন বইমেলায় অংশ নেয়া প্রকাশকরা।