19675

04/22/2025 ঢামেক মর্গে সারি সারি লাশ : স্বজনদের আহাজারি- ছোটাছুটি

ঢামেক মর্গে সারি সারি লাশ : স্বজনদের আহাজারি- ছোটাছুটি

রাজ টাইমস ডেস্ক :

১ মার্চ ২০২৪ ১১:১৮

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে সারি সারি পড়ে আছে কাচ্চিভাই রেস্টুরেন্টের আগুনে মৃত ব্যক্তিদের লাশ। লাশ নিতে মর্গের সামনে অপেক্ষা করছেন মৃতদের স্বজনরা।

তাদের আহাজারিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা ভারী হয়ে উঠেছে। শুধু কান্না আর কান্না ও আহাজারি। স্বজনরা এদিকে ওদিকে ছুটাছুটি করতে থাকে এবং একজন আরেকজনকে জড়িয়ে আহাজারি করছেন।

শুক্রবার (১ মার্চ) সকালে সরেজমিনে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ ও জরুরি বিভাগের সামনে আগুনে পুড়ে মৃতদের লাশ নিতে আসা স্বজনরা অপেক্ষা করতে দেখা যায়। অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন। কেউ কেউ নিহত স্বজনের স্মৃতি মনে করে বার বার অজ্ঞান হয়ে যাচ্ছেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের পাশেই অস্থায়ী তথ্য ও সেবাকেন্দ্র খোলা হয়েছে। সেখানে স্বজনরা পূর্ণ ঠিকানাসহ অন্যান্য কাগজপত্র জমা দিয়ে লাশ বুঝে নেয়ার প্রক্রিয়ার শেষ করছেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]