19690

05/17/2024 কাউসারের পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন

কাউসারের পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন

রাজ টাইমস ডেস্ক :

১ মার্চ ২০২৪ ১৯:৪২

রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ব্রাহ্মণবাড়িয়ার একই পরিবারের পাঁচজনের মরদেহের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১ মার্চ) বিকেল বাদ আসর নামাজের পর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের খন্দকার বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।

এতে আত্মীয়-স্বজন, গ্রামবাসীসহ শোকার্ত মানুষরা অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হয়। এ সময় শোকার্তদের বিলাপে পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে।

গত বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে ঢাকার বেইলি রোডের একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনায় সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের আবুল কাসেমের ছেলে ইতালি প্রবাসী সৈয়দ মোবারক হোসেন কাউসার (৫০), তার স্ত্রী স্বপ্না (৩৫), মেয়ে সৈয়দা ফাতেমা কাশফিয়া (১৮), সৈয়দা উম্মে নূর (১৩)ছেলে সৈয়দ আব্দুল্লা (৭)। তারা রাজধানীর মধুবাগ এলাকায় বসবাস করতেন।

নিহত কাউসারের চাচাতো ভাই সৈয়দ আবুল ফারাহ তুহিন বলেন, ছেলে আব্দুল্লাহর অনুরোধে কাউসার বৃহস্পতিবার রাতে পরিবারের ৪ সদস্যসহ কাচ্চি ভাই রেস্টুরেন্টে খাবার খেতে যান। সেখানে অগ্নিদগ্ধ হয়ে সৈয়দ কাউসার, তার স্ত্রী স্বপ্না, মেয়ে কাশফিয়া, মেয়ে নূর, ছেলে আব্দুল্লাহ নিহত হন। মর্মান্তিক এ মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তিনি জানান, নিহতদের মরদেহ সাড়ে তিনটার দিকে খন্দকার বাড়িতে আসে। বাদ আসর জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]