19691

05/19/2024 জমকালো আয়োজনে রাবি প্রেসক্লাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জমকালো আয়োজনে রাবি প্রেসক্লাবের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাবি প্রতিনিধি:

১ মার্চ ২০২৪ ১৯:৪৮

জমকালো আয়োজনে ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।

শুক্রবার (১ মার্চ) নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

এদিন সকাল ১০টা ৩০মিনিটে প্রেসক্লাব কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম উদ্বোধন করেন প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুল হক।

বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক জুবায়ের জামিলের সঞ্চালনায় কেক কাটা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হক, জনসংযোগ প্রশাসক দপ্তর অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ।

কেক কাটা শেষে সভাপতি কামরুল হাসান অভির সভাপতিত্বে প্রেসক্লাব কার্যালয়ে স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় স্মৃতিচারন করেন, রাবি প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিবুল হক পার্থ, ডালিম হোসেন শান্ত, সাইফুল্লাহ সাইদ, তাসলিমুল আলম তৌহিদ, রবিউল ইসলাম তুষার, বেল্লাল হোসেন বিপ্লব। এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম নীরব, সাবেক সহ-সভাপতি তারেক হোসেন টুটুলসহ অন্যান্য সদস্যগন।

এ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৪টি ক্যাটাগরিতে সেরা প্রতিবেদক ঘোষণা করা হয়। মাল্টিমিডিয়া ক্যাটাগরিতে পুরস্কার পান বাংলাভিশনের প্রতিনিধি সৈয়দ সাকিব, স্পেশাল ক্যাটাগরিতে পুরস্কার পান জাগো নিউজের প্রতিনিধি মনির হোসেন মাহিন, ডেইলি ইভেন্টে ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি মারুফ হোসেন মিশন, ফিচারে মানবকন্ঠের প্রতিনিধি এম. শামীম।

প্রসঙ্গত, রাবি ক্যাম্পাসে ১৯৮৬ সালের ৪ ফেব্রুয়ারি সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি বিভিন্ন জাতীয় দিবস পালন, ক্যারিয়ার ভিত্তিক কর্মশালাসহ চিত্তবিনোদনের আয়োজন করে থাকে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]