1970

09/08/2024 রাবি ছাত্রীর পর্নোগ্রাফি মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড

রাবি ছাত্রীর পর্নোগ্রাফি মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড

রাজটাইমস ডেস্ক

১৯ নভেম্বর ২০২০ ২১:১১

পর্নোগ্রাফি আইনে রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর দায়ের করা মামলায় অভিযুক্ত ব্যক্তির ৭ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজশাহীর মুখ্য মহানগর হাকিম শাহ্ মোহাম্মাদ জাকির হাসানের আদালত এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যাক্তি রাজশাহী নগরীর মতিহার থানার অক্ট্রয় মোড় এলাকার প্রবীর কুমারের ছেলে পার্থ প্রতীম ঘোষ (৩০)। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

আদালত কর্তৃক প্রদত্ত দণ্ডে তাকে যাবজ্জীবনের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ মনিরুজ্জামান জানান।

মামলা দায়েরের সূত্রে জানা যায়, ২০১৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রীর সঙ্গে প্রতীমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে মেয়েটির নগ্ন ছবি ও ভিডিও দেখিয়ে তার বাবার কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে প্রতীম। মেয়েটির বাবা সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে প্রতীম ওই ভিডিও ও ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।

পরবর্তীতে ভুক্তভোগী ছাত্রী ২০১৫ সালের ২২ ডিসেম্বর নগরীর বোয়ালিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]